ফিলিস্তিনের সমস্যা সমাধানে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশের
ফিলিস্তিনের নাগরিকদের উপর ইসরায়েলের হামলা বন্ধ করতে এবং চলমান সংকটের স্থায়ী সমাধান করতে জাতিসংঘের নিরাপত্তা অধিবেশনের (ইএনএসসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
রোববার (১৬ মে) ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) কার্যনির্বাহী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ রেজুলেশন, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টার রোড ম্যাপের মেনেই ফিলিস্তিন ইস্যুতে একটি টেকসই সমাধানে বিশ্বাসী।
তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আল-কুদস আল শরীফকে নিরাপত্তা ও দখল করা জমিতে সহিংসতার বিষয়টি উত্থাপন করা উচিত।
ইসরায়েলের সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, আল-কুদস আল-শরিফ ও গোটা প্যালেস্টাইনের ওপর সহিংস আক্রমণ করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে নিরাপত্তা কাউন্সিলের কাজ করা উচিৎ।
মোমেন বলেন, ইসরায়েল যেকোনো যুক্তি ও আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন করছে। তাদের কাছে নিরীহ বেসামরিক নাগরিক হত্যার ন্যায্যতা প্রমাণ করতে পারে এমন কোনো অজুহাত নেই। এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত ও সমর্থনযোগ্য হতে পারে না।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাহুমুদ আব্বাসকে লেখা চিঠিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন, তা বৈঠকে তুলে ধরা হয়।