বগুড়ায় গণধর্ষণের মামলায় তিনজন গ্রেপ্তার
মোবাইল ফোনে ডেকে এক নারীকে অস্ত্রের মুখে গণধর্ষণের অভিযোগ উঠেছে বগুড়ায় চার যুবকের বিরুদ্ধে। তাদের মধ্যে তিনজনকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার বিকেলে শাজাহানপুর উপজেলার রহিমদাদ এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলার রহিমাবাদ এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. আরেফিন আব্দুল্লাহ (২৫), আরেফিনের ছোট ভাই নিশাত, ফুলকোট গ্রামের শফিকুলের ছেলে আব্দুল্লাহ (১৯)। অভিযুক্ত আরেকজন হলেন রাব্বি। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে শাজাহানপুরের রাব্বি হাসান নামের এক যুবকের সাথে পরিচয় হয় ওই নারীর। এরপর ফোনে কথা বলার মাধ্যমে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। এর জেরে গত মঙ্গলবার ওই নারী শাজাহানপুরে আসেন রাব্বির সাথে দেখা করতে। দেখা হওয়ার পর রাব্বি ওই নারীকে তার বন্ধু নিশাতের বাড়িতে নিয়ে যান। এরপর ওই বাড়িতে যান যান ফিরোজ, আবব্দুল্লাহ এবং আরেফিন নামের তিন যুবক। সেখানে অস্ত্রের মুখে ওই নারীকে ধর্ষণ করে তারা। এই সময় আব্দুল্লাহ সেই ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, "কিছুদিন আগে রাব্বির সাথে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার দুপুরে রাব্বির সাথে দেখা করতে গিয়ে ওই নারী গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রাব্বি পলাতক রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন"।