বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত
বগুড়ার শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ভোগা-বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভোগা-বটতলা এলাকায় পোঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন মারা যান। আহত হন আরও সাতজন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া রিজিয়ন) মো. শহীদুল্লাহ বলেন, নিহতরা সবাই ট্রাকের আরোহী।
জাহাঙ্গীর আলম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বাস ও ট্রাক উভয় গাড়ির গতি ছিল অনেক বেশি। দুই গাড়ির সংঘর্ষের পর ট্রাকের মালামালের উপর বসে থাকা আরোহীরা ছিটকে পড়ে। তখন তাদের গায়ের উপর ট্রাকটি এসে পড়লে তারা সবাই ঘটনাস্থলে মারা যায়।
এছাড়া বুধবার সকালে একই এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে লবণ বোঝাই এক ট্রাকের চালক নিহত হয়েছেন।