বগুড়ায় সরকারি চাল অবৈধভাবে মজুদ করায় একজন কারাগারে
বগুড়ার সোনাতলা উপজেলার হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা চাল 'কালোবাজারে বিক্রির জন্য' মজুত করায় মো. মিঠু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারের পর ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।
মামলার বাদি সোনাতলা থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো: রহিম উদ্দিন জানান, বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে গোপন সূত্রে খবর পান দড়িহাসরাজপাড়া গ্রামে ভিজিএফ কর্মসূচির ৫০ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছে। এরপর স্থানীয় জনসাধারণ এবং সাংবাদিকদের উপস্থিতিতে বিকেলে চালসহ আটক করেন স্থানীয় মো: মিঠু মিয়াকে।
তিনি আরও জানান, ৬০ হাজার টাকা মূল্যের সরকারি চাল অবৈধভাবে মজুদের দায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় মিঠু মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।