বাংলাদেশকে ২৯ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান
বাংলাদেশকে খুব শীঘ্রই অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে জাপান সরকার।
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে জাপান সব সময় বাংলাদেশের পাশে রয়েছে বলেও তিনি টুইটে উল্লেখ করেন।
কোভ্যাক্সের আওতায় এ অঞ্চলের ১৫টি দেশকে ১১ মিলিয়ন ডোজ টিকা প্রদানের ঘোষণা দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি; এটিও রাষ্ট্রদূত উল্লেখ করেন।
এর আগে সোমবার (১২ জুলাই) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, কোভ্যাক্সের মাধ্যমে আরও ৩০ লাখ ডোজ মডার্নার টিকা বাংলাদেশে পাঠানো হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন থেকে দশ লাখ ডোজ টিকা এবং কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে আসতে চলেছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া ১৫ তারিখ চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাসখন্দে সাক্ষাৎ করতে চলেছেন পররাষ্ট্রমন্ত্রী। চীনা সরকার উপহার হিসেবে আরও দশ লাখ ডোজ সিনোফার্মের টিকা পাঠাবে বলেও জানান তিনি।