বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬টি দেশের যাত্রীদের জাপানে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জাপান সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬টি দেশ থেকে আগত যাত্রীদের জাপানে পুনঃপ্রবেশের ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
২০ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাত হতেই এ প্রত্যাহার কার্যকর হয়েছে।
হালনাগাদ কোভিড-১৯ প্রতিরোধমূলক নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ থেকে জাপানে প্রত্যাবর্তনকারীদের নীতিগতভাবে 'বিশেষ ব্যতিক্রমী পরিস্থিতি'–এর আওতায় পুনঃপ্রবেশ করতে দেয়া হবে। এর বিবিধ ক্যাটাগরীসমূহ জাপানের 'মিনিস্ট্রি অফ জাস্টিস' লিংক-এ বিস্তারিতভাবে উল্লেখ করা আছে- https://www.moj.go.jp/isa/content/001347332
এক্ষেত্রে উল্লেখ্য যে, যাদের পুনঃপ্রবেশের অনুমতির মেয়াদ আছে তারা সরাসরি জাপানে পুনঃপ্রবেশ করতে পারবেন। তবে পুনঃপ্রবেশের অনুমতি মেয়াদোর্ত্তীণ হয়ে গেলে ঢাকাস্থ জাপান দূতাবাসের সাথে যোগাযোগ করা যেতে পারে।
এছাড়া, নতুন নীতিমালায় জাপানে প্রবেশের পর সরকার নির্ধারিত স্থানে কোয়ারেন্টিনের জন্য বাধ্যতামূলক অবস্থানের সময়কাল ৬ দিন থেকে হ্রাস করে ৩ দিন নির্ধারণ করা হয়েছে। তৃতীয় দিনে সম্পাদিত পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে ১৪ দিনের কোয়ারেন্টিনের অবশিষ্ট সময়কালে নিজ বাসস্থানে অথবা সরকার নির্ধারিত স্থানে অবস্থান করা যাবে।