বাংলাদেশের নারীরা এখন পুরুষদের তুলনায় ৩.৩ বছর বেশি বাঁচেন, বিবিএস জরিপ
করোনা মহামারির মাঝেও ২০২০ সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল বেড়ে দাঁড়িয়েছে ৭২ দশমিক ৮ বছর।
বর্তমানে, নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর এবং পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। সেই হিসাবে, বাংলাদেশের নারীদের আয়ুষ্কাল এখন পুরুষদের তুলনায় ৩ দশমিক ৩ বছর বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২০' প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। রোববার পরিসংখ্যান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনের ফলাফল তুলে ধরা হয়।
মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিক্স অব বাংলাদেশ (এমএসভিএসবি) শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিবেদনটি তৈরি করা হয়।
২০১৯ সালে বাংলাদেশে প্রত্যাশিত আয়ুষ্কাল ছিল ৭২ দশমিক ৬ বছর। সে হিসাবে করোনা শুরুর বছরে আয়ুষ্কাল বেড়েছে ৭৩ দিন।
পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, "স্বাধীনতার আগে আমি সাত কোটি জনসংখ্যার কথা শুনে ঘাবড়ে গিয়েছিলাম। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৮২ লাখে। তবে আশার কথা এই যে, খাদ্য উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। অন্যান্য খাতেও উন্নতি সাধন হয়েছে।"
"আমাদের প্রত্যাশিত আয়ুষ্কাল দ্রুত বাড়ছে। জাপানের গড় আয়ু ৮০ বছর। আমরা শীঘ্রই সেটা ধরে ফেলব," বলেন তিনি।
অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক।
বিবিএস মহাপরিচালক তাজুল ইসলাম বলেন, সারা দেশের ২১২ নমুনা থেকে প্রতি মাসে তথ্য নেয়া হয়। এর ভিত্তিতে গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ দশমিক ৮ বছর।