বাসন্তী পূজার টাকায় দুস্থদের সহায়তা
বাৎসরিক বাসন্তী পূজার আয়োজন বাদ দিয়ে পূজার টাকায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নেত্রকোনার একটি পূজা মন্দির পরিচালনা কমিটি। করোনা পরিস্থিতি বিবেচনা করে জেলা শহরের পাটপট্টি পূজা মন্দির কমিটি এ মানবিক উদ্যোগ গ্রহণ করে।
জানা গেছে, জেলা শহরের পাটপট্টি পূজা মন্দির পরিচালনা কমিটি গত ১৫ বছর ধরে সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন করে আসছে। এ বছরও আগামী ৩০ মার্চ থেকে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরই মধ্যে পূজা আয়োজনের সার্বিক প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন আয়োজকরা। পূজা উপলক্ষে বিভিন্নজনের কাছ থেকে প্রায় এক লাখ টাকার মতো তহবিলও সংগ্রহ হয়ে গিয়েছিল তাদের। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যায়ে এসে তারা পূজা না করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে সংগৃহীত টাকায় সব ধর্মের তিন শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
কমিটির সদস্য উজ্জ্বল সাহা জানান, রোব ও সোমবার নেত্রকোনা পৌর এলাকার মালনী, আদর্শ গ্রাম, ঋষিপাড়া, উড়িয়াপাড়া, ইসলামপুর প্রভৃতি এলাকার নিম্ন আয়ের বা অস্বচ্ছল পরিবারগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে: চাল, ডাল, তেল, লবণ, সাবান, সাবানের গুড়া ও খাবার স্যালাইন।
পাটপট্টি পূজা কমিটির অন্যতম সদস্য ঝন্টু সাহা বলেন, করোনা পরিস্থিতিতে জন সমাগম এড়াতেই আমরা সাংবৎসরিক পূজা না করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি লকডাউনের মতো অবস্থায় বেকার হয়ে পড়া দুস্থদের কথা বিবেচনা করে সংগৃহীত টাকা তাদের মাঝে বিতরণ করার উদ্যোগ নিয়েছি। কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায় আমাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।