বাড়ি ফিরছেন কোয়ারেন্টাইনে থাকা ৩১২ জন
চীনের উহান থেকে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে ফেরা ৩১২ বাংলাদেশিকে আশকোনার হজ ক্যাম্পে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে ছেড়ে দেওয়া হচ্ছে।
শনিবার বিকেল থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়। পরীক্ষা শেষে তাদের সবাইকে স্বাস্থ্য সনদ দেওয়া হবে। এরপর তারা স্বজনদের সঙ্গে নিজের বাড়িতে ফিরে যেতে পারবেন।
কোয়ারেন্টাইনে থাকা কয়েকজন ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেল থেকে স্বাস্থ্য ফরম পূরণ শুরু হয়েছে। এই দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশিদের কারোর জ্বর বা বড় ধরনের কোনো অসুখের কথা তারা শোনেননি। সবাইকে সময়মতো খাবার-দাবার দেওয়া হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করলে সেখান থেকেই সরাসরি তাদের আশকোনার হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪ দিন তাদের কোয়ারেন্টাইন অবস্থায় রাখা হয়। এই দুই সপ্তাহ তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি।