বেঁচে থাকতেই বারবার নিজের মৃত্যুর খবরে বিব্রত হয়েছেন এটিএম শামসুজ্জামান
সূত্রাপুরে নিজ বাসভবনে শনিবার (২০ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। একুশে পদকপ্রাপ্ত গুণী এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেষ নিঃশ্বাস ফেলার আগে বেশ কয়েকবার ভুয়া মৃত্যুর খবরে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন প্রবীণ এই অভিনেতা। সর্বশেষ গতবছরের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ায়।
এর আগে ২০১৮ সালে মৃত্যুর গুজব ছড়ানোর পর ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছিলেন সদ্যপ্রয়াত এই শিল্পী। নিজের ভুয়া মৃত্যুর খবরে বিব্রত এই অভিনেতা বলেছিলেন, এর আগে ১০ থেকে ১২ বার তার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। সেবার দেশের প্রথম সারির একটি টেলিভিশন চ্যানেলেও ভুয়া এই মৃত্যুর খবর প্রচারিত হয়। ২০১৩ সালেও ফেসবুকে এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ভাইরাল হয়।
এটিএম শামসুজ্জামানের পুরো নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন বরেণ্য এই শিল্পী। তার বাবা নূরুজ্জামান ছিলেন নামকরা আইনজীবী।
এটিএম শামসুজ্জামান একাধারে সংলাপ রচয়িতা, কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, ও অভিনেতা ছিলেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশ পদকে পান। এছাড়াও অভিনয়ের জন্য পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেন প্রয়াত এই অভিনেতা।