বেফাঁস মন্তব্যে বহিষ্কৃত সিলেটের গোলাপগঞ্জের মেয়র
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বহিস্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাবেলকে বহিস্কারের কথা জানানো হয়।
রাবেলের বিরুদ্ধে সরকার ও রাষ্ট্র নিয়ে হানিকর বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয় প্রজ্ঞাপনে।
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাবেল গত ৩০ জানুরারি অনুষ্ঠিত গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন চেয়েও পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন তিনি। দলের বিদ্রোহী হওয়ায় ভোটের আগেই তাকে বহিস্কার করে আওয়ামী লীগ।
রাবেল বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। সম্প্রতি সেখানে বসবাসরত গোলাপগঞ্জের বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও আওয়ামী লীগ নিয়ে বেফাঁস মন্তব্য করেন রাবেল।
ওই সভায় রাবেল অভিযোগ করে বলেন, কাজ নিতে গেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৫ পার্সেন্ট আগেই দিতে হয়।
আওয়ামী লীগের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে তিনি বলেন, নেতাদের টাকা না দেয়ায় তাকে মনোনয়ন দেয়া হয়নি। দলের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ করেন রাবেল।
লন্ডনে দেয়া তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এমন আলোচনার মধ্যেই তাকে বহিস্কার করলো মন্ত্রণালয়।
আমিনুল ইসলাম রাবেল যুক্তরাজ্যে থাকায় এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি।