ভারতের উপহার: ২০ লাখ করোনার ভ্যাকসিন আসছে বুধবার
উপহার হিসেবে প্রতিবেশি দেশ ভারত থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বাংলাদেশে আগামী পরশু বুধবার আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম।
সোমবার রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ভ্যাকসিন আগামী পরশু বাংলাদেশে এসে পৌঁছাবে।"
এর আগে সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট আগামী ২৬ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনাভাইরাস ভ্যাকসিন পাঠাবে।
"আমরা সেই ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ পাবো। এর পাশাপাশি ভারত সরকার বাংলাদেশকে কিছু ভ্যাকসিন উপহার হিসেবে বিনামূল্যে দিবে। এ ছাড়াও ভ্যাকসিনের জন্য আমরা অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।"
তিনি বলেন, দেশজুড়ে টিকাদান কর্মসূচীর জন্য ৪২ হাজার স্বাস্থ্যকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।
"পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকায় টিকার ডোজ হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারেও দেওয়া হবে। আর যদি তেমন সমস্যা দেখা দেয়, তাহলে সরকারই সেই ব্যক্তির চিকিৎসা খরচ বহন করবে।"
ঢাকা শহরের মধ্যে ৩০০টি কেন্দ্রে টিকাদান কর্মসূচী চলবে বলে জানান মন্ত্রী।