ভারত মহাসগরীয় অঞ্চলে কোনো দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ কোনো দেশের একক আধিপত্য দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মন্ত্রী বলেন, 'আমরা ভারত মহাসাগর অঞ্চলে কোনো দেশ বা গোষ্ঠীর একক আধিপত্য দেখতে চাই না। এটাই আমাদের নীতি।'
তিনি আরও বলেন, বাংলাদেশের চাওয়া একটি উন্মুক্ত, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর অঞ্চল।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন-এর (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের ২১তম সম্মেলন এবং কমিটি অভ সিনিয়র অফিসিয়ালস-এর (সিএসও) ২৩তম সম্মেলন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত জোট আইওআরএ-এর তিনদিনব্যাপী ওই সম্মেলন আগামীকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে শুরু হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইন্দো-প্যাসিফিকের প্রতি ব্যাপক আগ্রহের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আশা করে যে আইওআরএ ইন্দো-প্যাসিফিকের নিজস্ব ভিশন গড়ে তুলবে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য সবাই মিলে একটি ভিশন গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
আইওআরএ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত জোট। এ জোটের লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন জোরদার করা। ২৩টি দেশ এ জোটের সদস্য। এছাড়াও ৯টি সংলাপ অংশীদার রয়েছে আইওআরএর।
জোটের নতুন চেয়ারম্যান হিসেবে আইওআরএর ২১তম সিওএম এবং ২৩তম সিএসও সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ। ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতি, দুইভাবেই হবে সম্মেলনগুলো।