ভারত সফরে না যাওয়ার কারণ জানালেন তামিম
তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে বুধবার দুপুরে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আইসিসির নিষেধাজ্ঞার কারণে দলের সাথে নেই বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। পারিবারিক কারণ দেখিয়ে সফরে না যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
দল এয়াপোর্ট থেকে দেশ ছাড়ার আগে বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে সফরে না যাওয়ার কারণ বিস্তারিতভাবে জানিয়েছেন তামিম।
স্ট্যাটাসে তিনি লিখেন, “আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ।”
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপসহ বাংলাদেশ প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে উল্লেখ করে তামিম লিখেন, “এই সফর ও নতুন মৌসুমের জন্য আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দেশের বাইরে গিয়ে আলাদা করে এক মাস ফিটনেস ট্রেনিং করেছি। দেশে ফিরে ব্যাটিং অনুশীলন করেছি। শারীরিক ও মানসিকভাবে দারুণ প্রস্তুতি নিয়েছি। কিন্তু তার পরও সফরে যেতে পারছি না, কারণ কখনও কখনও পরিবার ও আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।”
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল জানান, তিনি এবং তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।
“আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সময় ওকে হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়টায় ওর পাশে আমার থাকা উচিত। এজন্যই ছুটি নিতে হয়েছে। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি, তাদেরকে প্রাপ্য সময়টুকু দিতে পারি না। আমাদের পরিবারের সদস্যরা অনেক ত্যাগ স্বীকার করেন। অন্য অনেক সময় না পারলেও জীবনের এই সময়গুলোতে অন্তত পরিবার আমাকে পাশে চাইতেই পারে।”
তিনি বলেন, “আমি আমার দলকে মিস করব, ক্রিকেট মাঠকে মিস করব। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রী যেন আমাকে মিস না করে, সেটুকু নিশ্চিত করতে চেয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার আমাকে মাঠে দেখতে পাবেন।
কঠিন সময়ে পাশে থাকার জন্য ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান তামিম।