ভ্যাকসিনের চুক্তি জিটুজি নয়: বেক্সিমকো
ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি জিটুজি চুক্তি (সরকারের সাথে সরকারের) নয় বলে নিশ্চিত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের স্বাস্থ্য সচিব আবদুল মান্নান জানান, ভ্যাকসিন ক্রয়ের চুক্তি জিটুজি চুক্তি এবং ভারতের নিষেধাজ্ঞা শুধু বাণিজ্যিকভাবে ভ্যাকসিন রপ্তানির ক্ষেত্রেই কার্যকর।
বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে জানান, "সেরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ও বাংলাদেশের সরকারের মধ্যে অক্সফোর্ড ভ্যাকসিনের ব্যাপারে ত্রিপক্ষীয় চুক্তি হয়।"
তবে চুক্তির সময় অনুযায়ী বাংলাদেশ সঠিক সময়ে ভ্যাকসিন পাবে বলে আশ্বস্ত করেন তিনি।
"সঠিক সময়ে ভ্যাকসিন পাবো বলেই আশা করছি। তবে ঠিক কখন প্রথম চালানের ডোজ হাতে পাবো তা নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা। চুক্তি অনুযায়ী, আমাদের রেগুলেটারি অথোরিটি যখন দেশে অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেবে তার এক মাসের মধ্যে দেশে ভ্যাকসিন সরবরাহের কথা রয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য আমরা আজ ঘন্টা খানেকের মধ্যে ভারতের অনুমোদনের কপিসহ সব ডকুমেন্টস জমা দেবো।" বলেন তিনি।
"৭০টিরও বেশি দেশ ভারতের কাছে ভ্যাকসিন পাওয়ার আবেদন করেছে। প্রতিবেশি দেশ হিসেবে নিষেধাজ্ঞার প্রভাব আমাদের ওপর পড়বে না বলেই আশা করছি।" যোগ করেন তিনি।