মসজিদে শুধু জুমার নামাজের ফরজ আদায় করুন: ইসলামিক ফাউন্ডেশন
করোনা ভাইরাস পরিস্থিতিতে মসজিদে শুধু জুমার নামাজের ফরজ আদায় করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শুক্রবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে সকলকে নিজ নিজ বাড়িতে জুমার সুন্নাত ও নফল নামাজ পড়ার জন্য অনুরোধ জানায় সরকারি সংস্থাটি।
এর আগে প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে বিদেশ ফেরত বাংলাদেশি এবং যারা জ্বর, হাঁচি-কাশি, গলাব্যথা বা শ্বাসকষ্টের মতো করোনার লক্ষণে ভুগছেন, তাদেরকে মসজিদ ও জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেয় ইসলামিক ফাউন্ডেশন।
এছাড়া সকলে করোনা ভাইরাস থেকে যাতে নিরাপদ থাকতে পারে সেজন্য মসজিদের ইমাম ও খতিবদের প্রতি বিশেষ প্রার্থনা এবং জুমার নামাজের খুতবা চলাকালীন করোনা ভাইরাস ইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করারও অনুরোধ জানিয়েছে সরকারি সংস্থাটি।