রাইড শেয়ারিং সেবা পুনরায় চালুর দাবিতে সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ
রাইড শেয়ারিং সেবা পুনরায় চালুর দাবিতে রাজধানীর মহাখালী ও মগবাজারসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চালকেরা। বুধবারের এ বিক্ষোভে প্রায় দেড়শত চালক যোগ দিয়েছেন।
তাদের দাবি, নিষেধাজ্ঞা তুলে দিয়ে পুনরায় রাইড শেয়ারিং সেবা চালু করা হোক।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ৩১শে মার্চ রাইড শেয়ারিং সেবার মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই নিষেধাজ্ঞা আপাতত দুই সপ্তাহ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ-অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মহাখালী থেকে শুরু হয়ে বনানীতে বাংলাদেশ নৌ সদর দফতরের সামনে পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে মোটরসাইকেল চালিয়ে নিয়ে এসে সড়কের পুরো স্থানজুড়ে যান চলাচল একত্রে স্থবির করে দেয় চালকদের দলগুলো।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ই এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এরই অংশ হিসেবে রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।