রাতেই উঠে যেতে পারে ট্রাকের ধর্মঘট
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে গত ৪ দিন ধরে চলে আসা বাংলাদেশ কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্যপরিবহন মালিক সমিতি'র ধর্মঘট শেষ হতে পারে আজ।
আজ সোমবার রাত আটটায় এই সংগঠনটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে যাবেন। এরপরই ঘোষণা আসতে পারে ধর্মঘট প্রত্যাহারের।
এ বিষয়ে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভারস মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজ রাত আটটায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব। সেখানে আমাদের যে তিনটি দাবি রয়েছে তার ব্যপারে আলোচনা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের ধর্মঘট করার কোনো ইচ্ছা নাই। আশাকরি আলোচনা ফলপ্রসু হবে। রাতে ধর্মঘট উঠবে আশাকরি।"
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় গত বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশে ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় গণপরিবহন ও পণ্য পরিবহন ও লঞ্চ মালিকরা।
এরপর গতকাল রোববার দুপুরে গণপরিবহন ও লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করে বাস ভাড়া ২৭%, লঞ্চ ভাড়া ৩৫% বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর ধর্মঘট থেকে সরে আসে এ দুটি যানবাহনের মালিকরা। তবে ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতি'র সঙ্গে কোনো আলোচনা করেনি সরকার। ফলে তাদের ধর্মঘট এখনো চলমান।
গত শুক্রবার থেকে পণ্য পরিবহন খাতের মালিকেরা তিনটি দাবিতে এ ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো হল- জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার এবং দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো কর্তৃক পণ্যপরিবহন যানের ওপর 'টোলের নামে চাঁদাবাজি' বন্ধ করা।