রিজেন্ট গ্রুপের এমডি গ্রেপ্তার
র্যাবের একটি টিম গাজীপুর থেকে রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে।
মাসুদ পারভেজ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের অন্যতম প্রধান সহচর এবং রিজেন্ট হাসপাতাল কর্তৃক কোভিড-১৯-এর জাল সার্টিফিকেট দেওয়ার মামলার দ্বিতীয় অভিযুক্ত।
র্যাব ইতোমধ্যেই সাহেদের মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগে হস্তান্তর করেছে বলে উত্তরা ওয়েস্ট পুলিশ স্টেশনের ইন্সপেক্টর (অপারেশন) আলমগীর গাজী জানিয়েছেন।
এর আগে, জাল কোভিড-১৯ সার্টিফিকেট ইস্যু করার ও অপকর্মের সঙ্গে জড়িতের অভিযোগে ৭ জুলাই রাজধানীতে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয় এবং উত্তরা ও মিরপুরের দুটি শাখা সিলগালা করে দেয় র্যাব।
র্যাব জানায়, রিজেন্ট হাসপাতাল অন্তত ১০ হাজার জনের কাছ থেকে কোভিড-১৯-এর নমুনা সংগ্রহ করে। তাদের মধ্যে মাত্র ৪ হাজার ২০০ জনকে আসল কোভিড-১৯ সার্টিফিকেট দেওয়া হলেও বাকিদের দেয় নকল সার্টিফিকেট।
বিনামূল্যে কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও, তারা শুধু রোগীদের কাছ থেকে টাকাই নেয়নি, বরং রোগীপ্রতি চিকিৎসা খরচের বিল মন্ত্রণালয়ে দাখিলও করেছে।
সাহেদ এবং রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের আরও ১৬ কর্মীর বিরুদ্ধে অপকর্ম ও সরকারি চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলা করে র্যাব।
তারপর থেকে সাহেদ পলাতক রয়েছেন।
৯ জুলাই রাজধানীর নাখালপাড়া থেকে তরিকুল ইসলাম নামে সাহেদের আরেক সহযোগীকেও গ্রেপ্তার করে র্যাব।