লকডাউনে কারওয়ান বাজারে সবজির দাম আকাশচুম্বী
মহামারি নিয়ন্ত্রণে দেশে সাত দিনের কঠোর লকডাউনে কাঁচাবাজারে হঠাৎ করেই বেড়ে গেছে সবজির দাম। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বিভিন্ন শাক-সবজি চড়া দামে বিক্রি হতে দেখা যায়।
ক্রেতা ও বিক্রেতারা লকডাউনে সরবরাহ কমে যাওয়াকে দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন। সরবরাহ সংকটের কারণে কয়েকটি সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানান তারা।
লিমন নামে এক ক্রেতা জানান, আগে যে পেঁপে তিনি ২০ টাকা কেজি দরে কিনতেন, এখন সেই পেঁপের দাম ৩০ টাকা।
কারওয়ান বাজারে মোহাম্মদ আলী মাদবার নামে অপর এক ক্রেতা বলেন, 'আগে যে সবজি ৫০ টাকায় কিনেছি, আজ সেগুলোর দাম ১০০ টাকা। লকডাউনে এমনিতেই আমাদের জীবন সংকটে, মূল্য বৃদ্ধির কারণে এখন বেঁচে থাকাই দূরূহ।'
সবজি ব্যবসায়ী মোহাম্মদ আজিজুর রহমান দাবি করেন, পাইকারি বাজারে সকল পণ্যের দামই বেড়ে গেছে। আর তাই লাভের আশায় তারাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
'বিক্রি কম হলেও সবকিছুর দাম চড়া। আমাদের সব পণ্যই প্রায় দ্বিগুণ দামে কিনতে হয়েছে,' বলেন তিনি।
কাঁচাবাজারের লেবু বিক্রেতা মোহাম্মদ শামীম জানান, একদিনের মাঝেই লেবুর দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। 'এক হালি লেবুর দাম ২০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা হয়েছে,' বলেন তিনি।
শসা বিক্রেতা মোহাম্মদ বিল্লাল একই কথার পুনরাবৃত্তি করেন। তিনি জানান, শসার দামও একদিনে বেড়ে দ্বিগুণ হয়েছে।
অপর ব্যবসায়ী আবদুস সোবহান জানান, ধনেপাতা, বেগুন, কিসমিস, কাঁচা মরিচ এবং পুদিনা পাতার দাম বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে।