লঞ্চে উপচেপড়া ভিড়, সরকার ঘোষিত সময়ের মধ্যে ঢাকা পৌঁছনোর শঙ্কা
আজ রোববার থেকে শিল্প কলকারখানা খুলে দিয়েছে সরকার। ছুটির আগেই কর্মস্থল খোলার সংবাদ শুনে গতকাল থেকে ফেরি, ট্রলার, স্পিডবোটে ঢাকায় ফিরছেন যাত্রীরা।
ঢাকামুখী এমভি দোয়েল পাখি, এমভি ভোলা, কর্ণফুলী-১০, কর্ণফুলী-৪ ও গ্রীন লাইন ছাড়াও মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্য ৪-৫টি লঞ্চ ও সী-ট্রাক ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চেই যাত্রী ছিল ধারণ ক্ষমতার বেশি।
ইলিশাঘাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক ব্যবহার করার জন্য প্রশাসন চেষ্টা করলেও যাত্রীদের চাপের মুখে সফল হতে পারেনি।
বেশিরভাগ যাত্রীর মুখেই ছিলো না মাস্ক; গাদাগাদি করে যাত্রী নিয়ে ছেড়ে গেছে লঞ্চগুলো।
সরকারের দেওয়া নির্ধারিত সময়ের ভিতর সদরঘাট পৌঁছতে পারবে কিনা, লঞ্চের স্টাফদের কাছে জানতে চাইলে তারা বলেন, "আমরা চেষ্টা করবো শতভাগ নির্ধারিত সময়ে সদরঘাট পৌঁছনোর"।
অন্যদিকে যাত্রীরা জানান, "আরেকটু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে বিকাল পর্যন্ত সময় দিলে আমাদের জন্য উপকার হতো। এখন এই লঞ্চ একটার আগে পৌঁছতে পারবে কিনা সন্দেহ, এরপর আমরা আবার ঢাকায় গাড়ি পাবো না, তখন আরেক দফা প্রশাসনের বাঁধার মুখে পড়তে হবে"।