লঞ্চ ভাড়া বাড়ল ৩৫%, ধর্মঘট প্রত্যাহার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পরে এবার বাড়ানো হয়েছে লঞ্চের ভাড়াও। এখন থেকে লঞ্চযোগে নৌপথে চলাচলকারীদের আগের চেয়ে ৩৫ দশমিক ২৯ শতাংশ বেশি ভাড়া দিতে হবে।
সরকারের এমন সিদ্ধান্তের পর চলমান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন লঞ্চ মালিকরা।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের এ সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, লঞ্চ ভাড়া ১০০ কি.মি. পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতির জেষ্ঠ্য সহ-সভাপতি বদিউজ্জামান বাদল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এ ভাড়া আজকে থেকে কার্যকর হচ্ছে। আমরা ধর্মঘট উঠিয়ে নিয়েছি। আজ থেকে সব লঞ্চ চলবে।"