সন্ধ্যা থেকে পটুয়াখালী লকডাউন
আজ সন্ধ্যা ৬টা থেকে লকডাউনের আওতায় আসছে পটুয়াখালী। জেলা প্রশাসক মতিউল ইসলাম রোববার সকালে করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ ঘোষণা দেন।
তিনি জানান, পার্শ্ববর্তী বরিশাল ও বরগুনায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে পটুয়াখালীকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, পটুয়াখালী থেকে এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে দুজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
যেহেতু পার্শ্ববর্তী জেলার তুলনায় পটুয়াখালীর করোনা পরিস্থিতি ভালো, তাই এই পরিস্থিতি ধরে রাখতেই লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।