সাধারণ ছুটি আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ জাতীয় কমিটির
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ১ মে পর্যন্ত করার সুপারিশ করেছে এ ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি।
কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর প্রস্তাবটি লিখিতভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়।
করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে বর্তমানে সরকারের নির্বাহী আদেশে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর দ্বিতীয় দফায় ১১ এপ্রিল এবং তৃতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফায় ছুটি বাড়ায় সরকার। জাতীয় কমিটির এই প্রস্তাবনার বিষয়টি বাস্তবায়ন করা হলে পঞ্চম দফায় সরকারি ছুটির সময়সীমা বাড়বে।