সাধারণ ছুটি আর বাড়ছে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটি ৩০ মে'র পর আর বাড়ছে না।
বুধবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা কিছুক্ষণ আগে মন্ত্রণালয়ে পৌঁছেছে জানিয়ে তিনি বলেন, "এ সংক্রান্ত একটি গেজেট আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।"
প্রতিমন্ত্রী আরও জানান, ৩১ মে থেকে সীমিত পরিসরে সকল সরকারি ও বেসরকারি অফিস চালু হবে এবং সেখানে স্বাস্থ্য বিভাগের দেওয়া ১৩ টি নির্দেশনা মেনে চলার জন্য বলা হবে।
বয়স্ক লোকজন, গর্ভবতী নারী এবং যারা অসুস্থ তাদেরকে অফিসে যোগদান করতে হবে না বলে তিনি জানান।
এই সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে অনলাইনের মাধ্যমে ক্লাস কার্যক্রম চালু থাকবে।