সামাজিক দূরত্বের বালাই নেই আন্তঃনগর ও দূরপাল্লার বাসগুলোতে
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে টানা দুই মাস বন্ধ রাখার পর শহরে যানচলাচল ফের শুরু হয়েছে। কিন্তু সেক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষাসহ নানা শর্তের কথা বলা হলেও যাত্রীদের তা মানতে দেখা যায়নি।
সোমবার সকালে ঢাকার গাবতলী টার্মিনালে গিয়ে দেখা গেল, ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলোতে আগের মতোই ঠাসাঠাসি-গাদাগাদি। বেশিরভাগ আন্তঃজেলা বাসগুলোতেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই।
তবে স্থানীয় আতঃনগর কয়েকটি বাসে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে।
অন্যদিকে আরিচা ও পাটুরিয়া ফেরি টার্মিনাল থেকে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুরসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলোতে সামাজিক দূরত্ব অবহেলা করেই চলছে যাত্রী পারাপার।
কিছু যাত্রীকে মাস্ক ও গ্লাভস পরা অবস্থায় দেখা গেলেও অধিকাংশ যাত্রীকেই দেখা গেছে অসুরকশজিত অবস্থায় চলাচল করতে।
এদিকে, রাজধানীর খিলগাঁও, বাসাবো এবং কমলাপুরে আন্তঃনগর বাসে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা গেছে।
দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক পশ্চিম) জাহিদুল ইসলাম বলেন, "রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছু আন্তঃনগর বাসে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। যারা নিয়ম মানছে না তাদের নামে মামলা করা হচ্ছে।"
তবে এখন পর্যন্ত কতগুলো মামলা করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হয়ে কিছু জানাতে পারেননি তিনি।
তবে একই পরিবারের সদস্যদের সামাজিক দূরত্ব না রেখে বাসে পাশাপাশি বসার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।