সারাদেশে ১৫ দফা দাবিতে নৌ-পরিবহন শ্রমিকদের ধর্মঘট
বেতন ভাতা বৃদ্ধি, অভ্যন্তরীণ রুটে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে ধর্মঘট পালন করছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
সারাদেশের ৪৩ টি নৌপথের সঙ্গে সদরঘাট টার্মিনাল সংযুক্ত। অথচ ধর্মঘটের কারণে বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর লঞ্চ টার্মিনাল থেকে কোন লঞ্চ ছেড়ে যায় নি।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ১৫ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছি। বারবার আশ্বাস দেয়া হলেও আমাদের কোনও দাবিই পূরণ করা হয় নি। ফলে ধর্মঘট করা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই”।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এর আগেও গত ১৬ এপ্রিল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধসহ এগারো দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে নৌ-পরিবহন শ্রমিকরা।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া, ২০১৬ সালের বেতন স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাশ, জাহাজে কর্মরত প্রত্যেক নৌ-শ্রমিককে মালিক কর্তৃক বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা, সমূদ্র ভাতা ও রাত্রীকালীন ভাতা প্রভৃতি।