সিআরবিতে হাসপাতাল নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে চট্টগ্রামের আদালতে মামলা
চট্টগ্রামের সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে চট্টগ্রামের আদালতে মামলা করেছেন একজন আইনজীবী।
চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট সানোয়ার আহমেদ লাভলু'র দায়ের করা এই মামলায় বিবাদী করা হয়েছে ১৬ প্রতিষ্ঠানকে। সোমবার (১৯ জুলাই) রুবাইয়াত ফেরদৌসের চট্টগ্রাম সহকারী জজ ১ম আদালতে দায়ের হওয়া এই মামলার নম্বর ৩২০/২০২১।
মামলার বাদী সানোয়ার আহমেদ লাভলু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই স্থানে হাসপাতাল নির্মাণ কারো কাম্য নয়। তাই হাসপাতাল নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছি। হাসপাতাল নির্মাণে যাতে কেউ সহযোগিতা না করতে পারে সেজন্য ১৬ প্রতিষ্ঠানকে মামলায় বিবাদী করা হয়েছে।
মামলায় বিবাদী করা প্রতিষ্ঠানগুলো হলো, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সিএমপি পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কতৃর্পক্ষের সচিব, চট্টগ্রাম ওয়াসার সচিব, চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ পরিচালক, বিস্ফোরক দ্রব্য অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চট্টগ্রামের সচিব, রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক, রেলওয়ে পূবার্ঞ্চলের এস্টেট অফিসার, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত : বন্দরনগরীর ফুসফুস খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের চুক্তি বাতিলের দাবিতে প্রতিদিন চট্টগ্রামে বিক্ষোভ অব্যহত রয়েছে। এ আন্দোলনে তারুণ্যের পাশাপাশি সংহতি প্রকাশ করেছেন নানা বয়সের মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবেশবাদী সংগঠন।
ইতোমধ্যেই সিআরবিতে এলাকায় হাসপাতাল নির্মাণ না করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর বরাবর দুটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডিভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)'র পক্ষ থেকে একটি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ট্রাস্টি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান এম এস আজিম আর একটি নোটিশ পাঠিয়েছেন।