১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৪ টাকা
প্রতি কেজিতে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-র দাম ৪ দশমিক ৫ টাকা বাড়িয়েছে সরকার। এখন থেকে ক্রেতাদের বেসরকারি কোম্পানির প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে অতিরিক্ত ৫৪ টাকা গুনতে হবে।
গত মাসেই একটি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১,২৫৯ টাকা করা হয়েছিল। এখন সেটির দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৩ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এলপিজির নতুন মূল্যের কথা জানিয়েছে।
আগে বেসরকারি কোম্পানিগুলো স্বাধীনভাবে এলপিজির মূল্য নির্ধারণ করতে পারত। কিন্তু এ বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সরকারি ও বেসরকারি উভয় খাতেই এলপিজির মূল্য নির্ধারণ করে দেয়।
বর্তমানে এ দেশে প্রতি বছর ১১ লাখ টনের মতো এলপিজি ব্যবহৃত হয়ে থাকে। রান্না থেকে শুরু করে যানবাহনের জ্বালানি, বিভিন্ন কাজেই এর ব্যবহার দেখা যায়। দেশে এলপিজির মোট যে চাহিদা রয়েছে, তার ৯৮ শতাংশের মতো পূরণ করছে ২৮টি বেসরকারি কোম্পানি।