৪৩ ও ৪৪তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাবেন ৩,৮১৪ জন
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) ৪২ ও ৪২তম বিসিএস পরীক্ষার নিয়োগ চাহিদা প্রকাশ করেছে। আজ সোমবার (৩০ নভেম্বর) বিকেলে প্রকাশিত এই সার্কুলারে মোট ৩,৮১৪ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে বাছাই করার কথা জানানো হয়।
ওই সূত্রে জানা গেছে, ৪২তম বিসিএস পরীক্ষা বিশেষ পদ্ধতিতে সম্পন্ন হবে। এই পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য সেবা খাতে নিয়োগ পাবেন ২ হাজার চিকিৎসক। আর ৪৩তম বিসিএস প্রচলিত উপায়েই হবে, এর মাধ্যমে প্রশাসনের নানা পদে ১,৮১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
সম্প্রতি বিভিন্ন ক্যাডারে এই ১,৮১৪টি পদের চাহিদা পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরমধ্যে ৪৩তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে শিক্ষাখাতে।
প্রশাসনে নিয়োগ পাবেন ২০০ জন ক্যাডার। ১০০টি পদ থাকবে পুলিশে নিয়োগের জন্য, ২৫টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, ৩৫টি সমীক্ষা খাতে, ১৯টি কর খাতে, ১৪টি শুল্ক বিভাগে, ২০টি সমবায়ে। এছাড়া, ৭৫ জন দন্ত চিকিৎসক এবং ৩৮৩ জন প্রশাসনের অন্যান্য শাখায় নিয়োগ পাবেন।
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ওয়েটিং লিস্টে আছেন সাড়ে ৪ লাখ প্রার্থী।
গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসে ২,১৩৫টি পদে নিয়োগের সার্কুলার প্রকাশিত হয়। এসময়, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রত্যাশীরা তাদের পরীক্ষার তারিখ ঘোষণার অপেক্ষায় ছিলেন।