৯ দফা দাবিতে উবার চালকদের ধর্মঘট
৯ দফা দাবিতে ২৪ ঘণ্টাব্যাপী ধর্মঘটে নেমেছে উবার চালকরা। রোববার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়ে সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত এই ধর্মঘট চলবে।
বাংলাদেশে রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নানা অনিয়ম ও উবারচালকদের ন্যায্য দাবি আদায়ে এ ধর্মঘট পালিত হচ্ছে। এ কর্মসূচির পরও দাবি না মানলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
দাবিগুলো হচ্ছে- ১. ট্রিপ শুরু করার পর থেকে শেষ না হওয়া পর্যন্ত কিলোমিটার ও মিনিট হিসাব করে ভাড়া দিতে হবে।
২. উবারের কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করতে হবে।
৩. গ্যাসের দাম বাড়ার কারণে ভাড়ার হার বাড়াতে হবে।
৪. ডেস্টিন্যাশন অপশনে ডেস্টিনেশন বা গন্তব্যের আশেপাশে ট্রিপ দিতে হবে।
৫. চালকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাত্রীদের দ্বারা গাড়ির কোনো ক্ষতি হলে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
৬. যাত্রীদের করা অভিযোগ যাচাই না করে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না।
৭. যাত্রীর অ্যাকাউন্টে যাত্রীর ছবি থাকা বাধ্যতামূলক করতে হবে।
৮. যাত্রীকে লোকেশন সম্পর্কে প্রাথমিক প্রশিক্ষণ দিতে হবে।
৮. চালকের সঙ্গে যাত্রীর সংযোগ দূরত্ব সর্বোচ্চ দুই কিলোমিটার করতে হবে।
৯. দৈনিক ১২ ঘণ্টার বেশি উবারে অনলাইন না থাকার নিয়ম চালু করতে হবে।
এই ধর্মঘটের বিষয়ে এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করেন উবারের মুখপাত্র। তিনি বলেন, কিছু চালকের জন্য যে জটিলতা তৈরি হয়েছে তা দুঃখজনক।
“যাত্রীরা যাতে সহজে, স্বচ্ছন্দ্যে ঢাকায় চলাফেরা করতে পারেন, আমাদের চালকদের একটি স্থিতিশীল আয় যেন হয়, সেজন্য সেবা চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
চালকদের সমস্যা ও উদ্বেগের বিষয়গুলো শোনা এবং সমাধানের জন্য সেবাকেন্দ্র ও ইন-অ্যাপ ফিডব্যাকের ব্যবস্থা রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
প্রসঙ্গত ২০১৬ সালে বাংলাদেশে উবারের যাত্রা শুরু হয়। যানজটের শহর ঢাকায় মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা দ্রুত জনপ্রিয়তা পায়। এর পর পাঠাও, ওভাই, পিকমি, স্যাম, সহজের মতো আরও কয়েকটি রাইড শেয়ারিং কোম্পানি চালু হয় ঢাকাতে।