ব্লগার অনন্ত বিজয়ের খুনি বেঙ্গালুরুতে গ্রেপ্তার
সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফয়সাল আহমেদকে ভারতের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের একটি বিশেষ দল।
ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকা অফিসের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ জুলাই বেঙ্গালুরুর বোম্মানহাল্লি থেকে ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।
কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, জুনের শুরুতে ভারতে ফয়সালের হদিস পেয়েছিলেন বাংলাদেশি গোয়েন্দারা। তার মোবাইল নম্বর কলকাতা পুলিশকে দেওয়া হয়। এই নম্বরটি ট্রেস করেই বেঙ্গালুরুতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
ফয়সালকে ৩ জুলাই কলকাতায় আনা হয়। শহিদ মজুমদার নামে একটি জাল পাসপোর্ট ব্যবহার করছিলেন তিনি। বেঙ্গালুরু থেকে ড্রাইভিং লাইসেন্স এবং শিলচর থেকে ভোটার আইডি কার্ড নিয়েছেন তিনি।
কলকাতা পুলিশ যত দ্রুত সম্ভব ফয়সালকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করবে বলে আশা করা হচ্ছে।
২০১৫ সালে সিলেটে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে কিছু মুখোশধারী।
সেসময় তার বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা, ফৌজদারি তদন্ত বিভাগের পরিদর্শক আরমান আলী ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে একটি সম্পূরক চার্জশিট দাখিল করেন।
চলতি বছরের মার্চ মাসে ব্লগার অনন্ত হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দেন সিলেটের আদালত।
মুক্ত-মনার জন্য ব্লগ লিখতেন অনন্ত দাশ। ২০১৫ সালে নিহত ব্লগার অভিজিৎ রায় চালাতেন এই ওয়েবসাইট।
দোষীদের তালিকায় থাকা আবুল খায়ের ২০১৫ সালে মামলা দায়েরের পর থেকে কারাগারে বন্দী।
মামলার অন্য দুই আসামী- হারুন উর রশিদ এবং আবুল হোসেন এখনো পলাতক আছেন।