বিদ্যুৎ বাঁচাতে আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বিদ্যুৎ সাশ্রয় করতে সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকান, অফিস, আদালত ও বাড়িঘরে আলোকসজ্জা না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৬ জুলাই) গণভবনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন।
"রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন-ইউরোপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস, আদালত ও বাড়িতে আলোকসজ্জা না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।"
এর আগে মঙ্গলবার, করোনভাইরাস মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দাম বৃদ্ধি, বিদ্যুতের ঘাটতি এবং ক্রমবর্ধমান খাদ্য সংকটের পরিস্থিতিতে বিদ্যুত ব্যবহারে সচেতন হয়ে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়াও, বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের ব্যবহার কমাতে এলাকাভিত্তিক নির্দিষ্ট সময়ের লোডশেডিংয়ের সময়সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু দিনের জন্য বিদ্যুৎ উৎপাদন কমানোর কথা ভাবছেন বলে জানান তিনি।