বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কি.মি. যানজট, ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ চরমে
আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে বুধবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে; এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষেরা।
সেতুর উভয় পাশে একাধিকবার টোল আদায় স্থগিত রাখা হয়; এতে নারী ও শিশুরা বেশ বিপাকে পড়েন।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত রাবনা পর্যন্ত যানজট ছড়িয়ে গেছে।
অতিরিক্ত যানবাহনের চাপ ও ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ায় এ দীর্ঘ যানজট দেখা দিয়েছে; যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা মহাসড়কে নিয়োজিত রয়েছেন।
ইতিমধ্যে যানজট নিয়ন্ত্রণে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়ক একমুখী করা হয়েছে।
গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, "সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রচুর জ্যাম। গরুগুলোও দুর্ভোগ পোহাচ্ছে। দ্রুত ঢাকায় পৌঁছাতে না পারলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে।"
দিনাজপুর থেকে কোরবানির পশু নিয়ে আসা ট্রাকচালক বাবু মিয়া জানান, সিরাজগঞ্জের নলকা ইউনিয়ন থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরে পৌঁছাতে তার ১২ ঘণ্টার মতো লেগেছে।
তিনি বলেন, "গরমে সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।"
এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, মহাসড়কে ফিটনেসবিহীন অনেক যানবাহন বিকল হয়ে পড়ে। সেগুলো সরাতে সময় লেগে গেছে।
"আশা করি বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে", বলেন তিনি।