দেশে হিন্দু জনসংখ্যা আরও কমেছে
দেশে সনাতন ধর্মালম্বীদের সংখ্যা আরও কমার তথ্য উঠে এসেছে 'জনশুমারি ও গৃহগণনা ২০২২'-এর প্রাথমিক প্রতিবেদনে। আজ বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
সাম্প্রতিক জনশুমারি অনুযায়ী, দেশে মুসলমানের সংখ্যা ৯১ শতাংশ। অন্যদিকে, সনাতন ধর্মাবলম্বী ৭ দশমিক ৯৫ শতাংশ।
এর আগে, ২০১১ সালের জনশুমারিতে হিন্দু ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। এবারের জনশুমারিতে ২০১১ সালের জনশুমারির চেয়ে হিন্দু জনসংখ্যা কমেছে দশমিক ৫৯ শতাংশ।
পরিসংখ্যান ব্যুরোর ২০১১ সালের প্রতিবেনে হিন্দুদের দেশ ছাড়া এবং তাদের মধ্যে মোট প্রজনন হার কম থাকা বা হিন্দু দম্পতিদের কম সন্তান গ্রহণকে তাদের জনসংখ্যা কমে যাওয়ার অন্যতম দুটি কারণ হিসেবে উল্লেখ করা হয়।