জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তিন জেলা বাদে বাকি ৬১ জেলা পরিষদের ভোটগ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর।
আজ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবরের ভোটে মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর৷ বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর।
অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সকাল ৯টা থেকে বিকাল ২ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোট গ্রহণ হবে। এ ভোটে রিটার্নিং কর্মকর্তা থাকবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক।