যুক্তরাষ্ট্রে জাতিসংঘ পুলিশ সম্মেলনে যাওয়ার জন্য ট্রাভেল কনফার্মেশন পেলেন আইজিপি বেনজীর
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/08/25/igp-benazir-ahmed.png)
জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার ট্রাভেল কনফার্মেশন পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
'নিষেধাজ্ঞা আরোপ করার আগে বর্তমান আইজিপির একটি মার্কিন ভিসা ছিল। তবে জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলন মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে। তাই তাকে সম্মেলনে অংশ নিতে বাধা দেওয়া হবে না,' মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, 'প্রটোকল অনুযায়ী আইজিপিকে সম্মেলনের স্থান ব্যতীত নিউইয়র্কের অন্য কোথাও যেতে না-ও দেওয়া হতে পারে।'
২০২১ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আইজিপি বেনজীর এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ছয়জন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।
বেনজীর আহমেদের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অন্যান্য কর্মকর্তার সঙ্গে সরকার তাকেও জাতিসংঘের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করে।
এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংবাদমাধ্যমকে বলেছিলেন, জাতিসংঘের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র কিছু আন্তর্জাতিক চুক্তি মানতে বাধ্য। তার মধ্যে জাতিসংঘে বৈধ কূটনৈতিক কাজে যাওয়া বিদেশি প্রতিনিধিদের ভ্রমণের অনুমতি দেয়ার বিষয়টি রয়েছে।
৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব মো. আসাদুজ্জামান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ইউএন অ্যাফেয়ার্স) নাসিয়ান ওয়াজেদ এবং আইজিপির স্টাফ অফিসার সহকারী মহাপরিদর্শক মুহাম্মদ মাসুদ আলম উক্ত সফরের জন্য মনোনীত হয়েছেন।