বৃহস্পতিবার নয়, আগামীকালই প্রকাশ জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/image-245538-1739259899.jpg)
১৩ ফেব্রুয়ারির পরিবর্তে আগামীকালই (১২ ফেব্রুয়ারি) জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন বিষয়ে তদন্ত প্রতিবেদন বা ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (ওএইচসিএইচআর)।
এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে জাতিসংঘ জানিয়েছে, জেনেভার প্যালেই দে নাসিওনে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন আয়োজন করবে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ।
সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেবেন। এছাড়া, প্যানেল আলোচক হিসেবে থাকবেন এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান ররি মাঙ্গোভেন এবং জাতিসংঘের মুখপাত্র রাভিন শামদাসানি।
যারা সরাসরি অংশ নিতে পারবেন না, তারা জাতিসংঘের ওয়েব টিভিতে সংবাদ সম্মেলনের সম্প্রচার শুনতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংবাদ সম্মেলনের আগে প্রতিবেদন ও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।