মুক্তিযুদ্ধে হতাহত ১০ ভারতীয় সেনার বংশধরদের বৃত্তি দিলেন প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধে নিহত ও গুরুতর আহত ১০ ভারতীয় সেনার বংশধরদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃত্তি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতে সফররত প্রধানমন্ত্রী গতকাল বুধবার সেখানে অবস্থানকালে হোটেল আইটিসি মৌর্য-র বলরুমে এই বৃত্তি প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সশস্ত্র বাহিনীর ভূমিকা বাংলাদেশের জনগণ কখনো ভুলতে পারবে না। ভারতীয় সেনা সদস্যদের আত্মত্যাগ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের চেয়ে কোনো অংশে কম ছিল না বলেও তিনি মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধে নিহত বা গুরুতর আহত ১০ ভারতীয় সেনার বংশানুক্রমিক পরিবারের সদস্যদের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপস প্রদানের পর তিনি এই বক্তব্য রাখেন। বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া মোট ২০০টি বৃত্তির ১০০টি দশম শ্রেণির শিক্ষার্থী ও বাকি ১০০টি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হবে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন যুদ্ধনায়ক আলবার্ট এক্কার নাতি অনুজ এক্কা। আলবার্ট এক্কা গঙ্গাসাগরের যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য আলবার্ট ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরম বীর চক্রে ভূষিত হন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় সশস্ত্র বাহিনীর মিলিত প্রতিরোধ দুই দেশের জনগণের মধ্যে কীভাবে বিশেষ বন্ধনের সৃষ্টি করে তার ওপর আলোকপাত করেন।
জয়শঙ্কর বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক অনেক ভাবেই ৫০ বছর আগে রক্ত দিয়ে গড়ে ওঠা বন্ধনের ধারাবাহিকতা।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে '১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আইকনিক প্রতীক' বলে উল্লেখ করেন।
তিনি বলেন, 'ভারতে আমাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইকনিক ব্যক্তিত্ব- একজন উদ্যোগী, সাহসী এবং দৃঢ় প্রত্যয়ের মানুষ। বাংলাদেশের মতো তিনি ভারতেও স্মরণীয় ও শ্রদ্ধার পাত্র।
- সূত্র: হিন্দুস্তান টাইমস