জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে মার্কিন নিষেধাজ্ঞা: পিটার হাস
জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) এবং এর ৭ জন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ অ্যান্ড ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং আয়োজিত 'মিট দ্য অ্যাম্বাসেডর' শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এই নিষেধাজ্ঞা বাংলাদেশ পুলিশের বিদায়ী মহাপরিদর্শক বেনজীর আহমেদের জন্য প্রযোজ্য হবে কিনা জিজ্ঞেস করা হলে এ কথা বলেন পিটার হাস। পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালনের আগে র্যাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বেনজীর।
"নিষেধাজ্ঞাগুলো শাস্তির উদ্দেশ্যে নয় বরং আচরণের পরিবর্তন এবং তাদের জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে দেওয়া হয়েছে," বলেন পিটার।
তিনি আরো বলেন, গত বছরের ডিসেম্বরে নিষেধাজ্ঞা আরোপের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্য হারে পরিবর্তিত হয়েছে।
"এটি খুবই ভাল একটি সংকেত," পিটার বলেন।
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, সহিংসতা থাকলে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এমন একটি নির্বাচন যা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী নয়।
বক্তব্যে এই মার্কিন কূটনীতিক বাণিজ্য, শ্রম অধিকার, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি এবং ইন্দো-প্যাসিফিক কৌশলসহ আমেরিকা-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।
এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সাবেক কূটনীতিকরা উপস্থিত ছিলেন।