গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার (১৫ অক্টোবর) সকালে একটি সাইকেল ভ্যানে দ্রুতগামী বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, সকাল ৮টার দিকে তেলিপাড়া এলাকায় বসুমতি পরিবহনের বাসটি একটি ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী ও এক পথচারীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, "দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাস চালককে আটকের চেষ্টা চলছে।"