২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬৪ জন
বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৭ রোগী মারা গেছে। এতে মশকবাহী রোগটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৬ জনে।
এছাড়া এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৮৬৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) তথ্য অনুসারে, নতুন রোগীদের মধ্যে ৫৬৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ২৯৯ জন রাজধানীর বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে রাজধানীতে ২,২৪৭ জনসহ মোট ৩,৩০৪ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত ২১ জুন দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছরের প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর এপর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে এপর্যন্ত ২৭,৮০২ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ও ২৪,৩৯২ জনের সেরে ওঠার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।