বান্দরবানের ৪ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত
সন্দেহভাজন জঙ্গি ও অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে নিরাপত্তার কারণে রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায় ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বান্দরবান জেলা প্রশাসন।
রবিবার বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
১৮ অক্টোবর সকালে প্রশাসন রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দর্শনার্থীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। একই কারণে ২৩ অক্টোবর স্থানীয় প্রশাসন পর্যটকদের থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে।
১০ অক্টোবর থেকে পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গি এবং সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।