পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে পরীক্ষামূলক 'ট্র্যাক কার’ চলাচল শুরু
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর সন্নিকট পর্যন্ত ৩২ কিলোমিটার নতুন রেলপথে পরীক্ষামূলক ট্র্যাক কার চলাচল শুরু করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভাঙ্গা পুরনো স্টেশন থেকেই পরীক্ষামূলক রেলটি ছেড়ে পদ্মা ব্রীজের সন্নিকটে যায়।
এই পুরো পথে আধুনিক রেল লাইন বসে যাওয়ায় প্রথমবারের মতো রেলের টেস্ট রান করা হচ্ছে। ৩২ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার পাথরবিহীন এবং ২৮ কিলোমিটার পাথরসহ রেললাইন বসে গেছে। এই রেল সংযোগ ভাঙ্গার পুরনো রেললাইনের সাথে যুক্ত।
টেস্ট রান করার সময় উপস্থিত ছিলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল জাহিদ হোসেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পিডি মোঃ আফজাল হোসেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সিআরসি মিস্টার সিং প্রমুখ।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে কয়েকদিন আগেই এই পথের কাজ শেষ হয়েছে। সেখানে কিছুটা দূরগতিতে ট্র্যাক কার চালিয়ে দেখা হয়েছে। ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে সেটি পদ্মা সেতুর ভায়াডাক্টে (সংযোগ সেতু) পৌঁছায়।