পদ্মা সেতুতে আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরু
বুধবার (১ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা অংশে। ট্রেন চলাচলের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এরইমধ্যে শুরু হয়ে গেছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। স্টেশন মাস্টার সহ রেলওয়ে কর্মকর্তারা যোগ দিয়েছেন কর্মস্থলে।
ঢাকা-ভাঙ্গা অংশে ট্রেন চলাচলে যাত্রীবাহী ট্রেনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার ও মালবাহী ট্রেন ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে গেলো ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশে বাণিজ্যিক ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই প্রকল্পে মুন্সীগঞ্জ প্রান্তে রয়েছে তিনটি রেলস্টেশন। ট্রেন পরিষেবার সাথে যুক্ত হচ্ছে জেলার সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং উপজেলা।
প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ জানান, "টেকনিক্যাল সাইড থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য প্রস্তুত প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশ। তবে কয়েকটি স্টেশনের অভ্যন্তরীণ কিছু কাজ এখনও চলছে। আগামী বছরের জুনেই তা শেষ হবে।"