বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুতে মামলা, প্রধান অভিযুক্ত আটক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের (২৪) মৃত্যুর ঘটনায় তার বান্ধবী বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছে ফারদিনের বাবা নূর উদ্দিন রানা। প্রধান অভিযুক্ত বুশরাকে আজ তার রামপুরার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম টিবিএসকে জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মামলাটি দায়ের করেন ফারদিনের বাবা।
তিনি বলেন, "আমরা এই ঘটনায় বেশকিছু আলামত ধরে কাজ করছি। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।"
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত সোমবার সন্ধ্যার দিকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তিনদিন নিখোঁজ ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থী।
ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন।
পুলিশ এবং পরিবারের স্বজনদের ভাষ্যে, ফারদিনের বান্ধবী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ৪ নভেম্বর রাতে তাকে রামপুরা ট্রাফিক পুলিশ বক্সের সামনে নামিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ফারদিন। তাকে অনেক খোঁজাখুঁজির পর ৫ নভেম্বর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফারদিনের বাবা নূর উদ্দিন।
জানা যায়, গত চার বছর ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফারদিনের। পাশাপাশি তারা একটি ডিবেট ক্লাবেরও সদস্য। ৪ নভেম্বর ঘোরাফেরার পর রাত সোয়া ১০টায় ওই তরুণী বাসায় ফিরে আসে বলে পুলিশকে তথ্য দেন তিনি। সাধারণ ডায়েরি গ্রহণ করে ওই তরুণীসহ অন্যান্যদের সঙ্গে ফারদিনের মোবাইল কল রেকর্ডের সূত্র ধরে তদন্ত করবে বলে এর আগে জানায় পুলিশ।