বিএনপি চাইলে পূর্বাচল বা ইজতেমা ময়দানে ১০ ডিসেম্বরে সমাবেশ করতে পারবে: ডিএমপি
বিএনপি চাইলে পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য নির্ধারিত জায়গা বা টঙ্গীর ইজতেমা ময়দানে ১০ ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশ করতে করতে পারে। সেক্ষেত্রে পুলিশ তাদের কোনোপ্রকার বাধা দেবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)'র ডেপুটি কমিশনার (গণমাধ্য ও গণসংযোগ) মো. ফারুক হোসেন।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, এর আগেই ডিএমপি দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের বিভাগীয় গণসমাবেশ আয়োজনের অনুমতি দিয়েছে। 'কিন্তু তারা এতে অসম্মতি জানিয়ে, বিকল্প জায়গায় করার অনুমতি চায়। বিএনপি বিকল্প সমাবেশস্থল হিসেবে আরামবাগ হাইস্কুলের সামনের জায়গা প্রস্তাব করেছে। ডিএমপির মতিঝিল বিভাগের ডেপুটি কমিশনারের মাধ্যমে তারা এই প্রস্তাব দেয়।প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনারের কাছে আসেনি'।
ফারুক হোসেন আরও জানান, সোহরাওয়ার্দী উদ্যানে করার অনুমতি দেওয়ার পরও বিএনপি তা মেনে নেয়নি। তাই ডিএমপি বিকল্প কোনো সমাবেশস্থলের বিষয়ে ভাবছে না। আমরাও আগের সিদ্ধান্তেই অটল রয়েছি।
'পুলিশ তাদের রাস্তাঘাটে জড়ো হতে দেবে না। শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেবে' বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।