নারীকে গাড়িচাপা দিয়ে হিঁচড়ে নেওয়া সেই সাবেক ঢাবি শিক্ষকের মৃত্যু
ক্যাম্পাসে নারীকে গাড়িচাপা দিয়ে হিঁচড়ে নিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, 'কারাগারে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার বিকাল ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কিন্তু কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
গত ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাছে জাফর শাহের গাড়ি পেছন থেকে একটি বাইকে ধাক্কা মারে। এতে বাইকটির আরোহী রুবিনা আক্তার পড়ে গিয়ে গাড়ির বাম্পারের সঙ্গে আটকে যান।
ওই অবস্থায় গাড়ি না থামিয়ে চালিয়ে যান জাফর শাহ। রুবিনাকে কেন্দ্রীয় মসজিদ থেকে টেনে নীলক্ষেত পর্যন্ত নিয়ে যান তিনি।
জাফর শাহকে ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে ধরে গণপিটুনি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
পরে স্থানীয় লোকজন রুবিনাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান।
বিক্ষুব্ধ মানুষের গণপিটুনির শিকার জাফর শাহকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রুবিনা আক্তারের পরিবারের করা মামলায় পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।