বহিষ্কৃত বিএনপি নেতা সাত্তার কি ‘ক্ষমতাসীন দলের আশীর্বাদে’ জয়ী হতে পারবেন?
ব্রাহ্মণবাড়িয়া-২ সহ বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি আসনের উপনির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে।
বলা চলে, সংসদ থেকে পদত্যাগ করে ক্ষমতাসীনদের ঘাড়ে চড়ে ফের ব্রাহ্মণবাড়িয়া-২-এর প্রার্থী হওয়া বিএনপি'র বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তারের পরীক্ষা আজ।
আওয়ামী লীগের সমর্থনেই আব্দুস সাত্তার ফের প্রার্থী হন বলে খবর রটে। ফলে আব্দুস সাত্তারকে জিতিয়ে আনতে মরিয়া হয়ে ওঠে ক্ষমতাসীনরা।
দল থেকে পদত্যাগ করায় সাত্তারের পক্ষে মাঠে ছিল না বিএনপির নেতাকর্মীরা। বার্ধক্যজনিত কারণে ভোটের প্রচারণায় সাত্তারের উপস্থিতি ছিল কম। তবে আওয়ামী লীগের সাংসদ ও নেতাকর্মীরা বেশ জোরেশোরেই সাত্তারের প্রচারণা চালিয়েছে।
এর অংশ হিসেবে, গত ১৯ জানুয়ারি আব্দুস সাত্তারের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার দিনে আয়োজিত মতবিনিময় সভায় সঙ্গে মঞ্চে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এর কয়েকদিন পর প্রকাশ্যে সাত্তারের সমর্থনে কর্মীসভা ও ভোটে প্রচারণা চালায় তারা।
এছাড়া মাঠ ফাঁকা করতে প্রার্থী হয়েও আওয়ামী লীগের তিনজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন ও একত্রে আবদুস সাত্তারের পক্ষে কাজ শুরু করেন।
এরপর কেন্দ্রের ইশায়া নির্বাচন থেকে সড়ে দাঁড়ান জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা। ফলে জাপার লোকজনও সাত্তারের পক্ষে কাজ করে।
ক্ষমতাসীনদেন সমর্থনের কারণ হিসেবে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির প্রার্থী হতে পারেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তাকে টেক্কা দিতেই কৌশল হিসেবে সাত্তারকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।
সাত্তারের শক্ত প্রতিদ্বন্দ্বী আসিফ নিখোঁজ
নির্বাচনে সাত্তার ছাড়া আরও তিন প্রার্থী আছেন। তবে সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বি ধরা হয় আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফকে। তিনি গত শুক্রবার (২৭ জানুয়ারি) রাত থেকে নিখোঁজ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, "এ নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়নি। তবে গণমাধ্যমে আসিফের নিখোঁজ হওয়ার সংবাদ দেখে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।"
এ ঘটনার চারদিন পর মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন আসিফের স্ত্রী মেহেরুন্নিছা। যদিও ফোনালাপ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এ বিষয়ে আসিফ বাড়িতে ফিরে আসার পর কথা বলবেন বলে তিনি জানান।
এছাড়া বাড়িতে নজরবন্দি করে রাখার অভিযোগ করেছেন তিনি।
তবে রোববার তার স্ত্রী মেহেরুন্নিছা ও বাড়ির কেয়ারটেকারের ফাঁস হওয়া ফোনালাপে শোনা যায়- পূর্বপ্রস্তুতি নিয়েই আত্মগোপন করেছেন আসিফ।
ভোটগ্রহণ আজ
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সকল সংসদ সদস্য পদত্যাগ করে। এতে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২--ছয়টি আসন শূন্য ঘোষণা করা হয়।
শূন্য হওয়া ছয়টি আসনের মধ্যে তিনটিতে- চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও বগুড়া-৬--প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এছাড়া আওয়ামীলীগের শরীক দল ওয়ার্কার্স পার্টি ও জাসদ ইনুর জন্য ঠাকুরগাঁও-৩ ও বগুড়া-৪ ছেড়ে দেওয়া দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুস সাত্তার ফের প্রার্থী হন।