ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের উপর ছাত্রলীগের দুইদফা হামলা, আহত অন্তত ২০
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর দফায় দফায় ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রথমে রাজু ভাস্কর্যের সামনে এবং পরে কেন্দ্রীয় মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুন টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসান আল মামুন বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টিএসসিতে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়।
"আজকের হামলা ভিন্নমতের উপর হামলা, গণতন্ত্র ও বাক স্বাধীনতার উপর হামলা," যোগ করেন তিনি।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান বলেন, "ছাত্র অধিকার পরিষদের ওপর দুই দফায় হামলা করেছে ছাত্রলীগ। এই ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহসভাপতি আখতার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, ছাত্র অধিকার পরিষদের নেতা সাব্বিরসহ ২৫ থেকে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এখন পর্যন্ত। এ সংখ্যা আরো বাড়তে পারে।"
আহতদের ঢাকা মেডিকেল ও গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান হওয়ার কথা ছিল।